বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


৭ অক্টোবর জাতীয় ঐক্যের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী ৭ অক্টোবর জাতীয় ঐক্য প্রক্রিয়া রাজধানীতে মানববন্ধন করবে বলে জানিয়েছেন, সংগঠনের সদস্য সচিব আ.ব.ম. মোস্তাফা আমীন। সোমবার জাতীয় ঐক্য প্রক্রিয়ার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রোহিঙ্গা বউ

তিনি আরো জানান, জনগণকে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ করার উদ্যোগ অব্যাহত রাখবে দেশের মালিক এবং সংবিধানে বিধৃত নাগরিক অধিকারের আওতায় অসহিংস পদ্ধতিতে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে সরকারকে দাবি পূরণে বাধ্য করবে জাতীয় ঐক্য প্রক্রিয়া।

৭ অক্টোবর বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হবে এ লক্ষ্য অর্জনের। মানববন্ধন শেষে ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ঐক্য প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে সরকার কোনো উদ্যোগ নেয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্ল্যাহ, মোস্তাক আহমেদ, নুরুল হুদা মিনু চৌধুরী, হারুনুর রশিদ তালুকদার, এটিএম গোলাম মাওলা চৌধুরী, ড. হেলেনা বুলবুল প্রমুখ।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ