শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে নতুন শান্তি পরিকল্পনার আহ্বান ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় দুইরাষ্ট্র ভিত্তিক সমাধান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ফিলিস্তন ও ইসরায়েল যদি চায় তারা শান্তি আলোচনা করে উভয় দেশের সংকট নিরসন করবে- তাহলে তাতে সমর্থন থাকবে আমাদের।

বৈঠকে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে নতুন শান্তি পরিকল্পনা উত্থাপনের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, দ্বিরাষ্ট্র সমাধান সবচেয়ে ভাল কাজ করবে বলেই মনে করি।

বৈঠকে ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ও দেশটিকে অসামরিক করার কথা বলেন নেতানিয়াহু।

উল্লেখ্য, ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যার সমাধানের পক্ষে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদেশগুলো। সম্প্রতি জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এর থেকেই মূলত সমস্যা দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের কারণেই যে সমস্যার দানা বেধেছে এখন সে সমস্যা সমাধানের আহ্বানও করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের এ আহ্বান কতটা বাস্তবায়ন হওয়ার মতো তা নিয়ে সন্দেহ থেকে গেছে।

সূত্র: মিডলিস্ট মনিটর 

নড়াইল-১ আসনে মুফতি রুহুল আমীনের ব্যাপক গণসংযোগ

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ