শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মুসলিম ব্রাদারহুডের ৭৫ নেতাকর্মীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম ব্রাদারহুডের কয়েকজন সিনিয়র নেতাসহ ৭৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন মিশরের একটি আদালত। ২০১৩ সালে কায়রোতে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তাদের এ দণ্ড দেয়া হয়।

মৃত্যুদণ্ড দেয়া নেতাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বেলতাগি ও এসাম এল-এরিয়া। এছাড়াও দলটির আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে ওই বিক্ষোভে হত্যাযজ্ঞের ছবি তোলার কারণে প্রখ্যাত চিত্রসাংবাদিক মাহমুদ আবু জেইদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

২০১৩ সালে কায়রোর রাবা আল-আদাইয়া স্কয়ারে দেশটির গণতান্ত্রিক প্রথম সরকার মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার বিপক্ষে ব্যাপক বিক্ষোভ করে তার সমর্থকেরা। ওই সময় ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

মুরসিকে পুনরায় ক্ষমতায় ফেরানোর দাবিতে বিক্ষোভে গুলি চালিয়ে ৯০০ মানুষকে হত্যা করে দেশটির নিরাপত্তবাহিনী।

এদিকে নেতাকর্মীদের গণহারে ফাঁসি ও কারাদণ্ড দেয়াকে দুঃখজনক উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবাদ জানিয়েছে।

অ্যামনেস্টির উত্তর আফ্রিকার পরিচালক নাদিয়া বোনাইম এই বিবৃতিতে বলেছেন, বিচারের নামে এটা তামাশা করা হয়েছে। রাবা এবং নাহদায় বিক্ষোভে অন্তত ৯০০ জনকে হত্যার ঘটনায় একজন পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়নি।

সাইয়েদ কুতুব কিভাবে খোমেনিকে অনুপ্রাণিত করেছেন?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ