শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সমকামিতায় লিপ্ত হওয়ায় মালয়েশিয়ায় দুই নারীকে বেত্রাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় সমকামিতার অভিযোগে দুই নারীকে সাজা দেওয়া হয়েছে। সড়কে গাড়িতে সমকামি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার দুই নারীকে এই সাজা দেওয়া হয়। দেশটির শরীয়াহ আদালতে জনসমক্ষে ওই সাজা কার্যকর করা হয়।

দেশটির তেরেঙ্গানু প্রদেশে ২২ এবং ৩২ বছর বয়সী দুই মুসলিম নারীকে সাজা হিসেবে ছয়বার করে দোররা মারা হয়। দেশটির সরকার থেকে বলা হয়, সমকামিতার অভিযোগে এমন সাজার ঘটনা মালয়েশিয়ায় এটিই প্রথম।

মালয়েশিয়ার স্থানীয় একটি পত্রিকা দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে শহরের একটি সড়কে ঘনিষ্ঠ অবস্থায় ওই নারীকে আটক করে ইসলামিক আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। গত মাসে আদালতে তারা নিজেদের বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে নেয়। এরপর আদালত তাদেরকে ছয় বার করে বেত্রাঘাত আর ৮০০ মার্কিন ডলার অর্থ জরিমানা করে।

মালয়েশিয়ায় সমকামিতা বেআইনি হলেও মানবাধিকার সংগঠনগুলো দুই নারীকে দেওয়া এ দণ্ডের প্রতিবাদ করেছে।

তবে আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এমন সাজার স্বপক্ষে রাজ্য পরিষদের সদস্য সাতিফুল বাহরি বলেন, “তাদেরকে নির্যাতিত করার জন্য এমনটা করা হয়নি। বরং এটি জনসমক্ষে করা হয়েছে যেন অন্য সবাই সচেতন হয়”। মালয়েশিয়ার আইন অনুযায়ী সমকামিতা নিষিদ্ধ।

তথ্যসূত্র: বিবিসি।

ব্যবসা এখন হাতের মুঠোই

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ