বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


শূন্য মাঠে আর খেলতে দেয়া হবে না : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “২০১৪ সালের ৫ জানুয়ারির মত একতরফা নির্বাচন আবারও করতে চাইলে জনগণ তা প্রতিহত করবেই। একের পর এক বেআইনি কাজ করে যাবেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেবেন, আর জনগণ বসে থাকবে, জনগণ আঙুল চুষবে- এটা ভাবার কোনো কারণ নেই।”

বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

আগের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নির্বাচন প্রতিহতের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।‘ এরই প্রেক্ষিতে রিজভী এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, শূন্য মাঠে আর খেলতে দেয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

এ সময় অন্যান্যের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক নান্নু, আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুুন: নির্বাচনে আসতে বিএনপির কোনো ভয় নেই: কাদের

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ