শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায়  রোড ডিভাইডারের  সংস্কার কাজ করার সময় মাইক্রোবাস চাপায় ১ শ্রমিক নিহত ও ১ শ্রমিক আহত হয়েছেন।  শনিবার (১৮ আগস্ট) ভোরে এ ঘটনাটি ঘটে। তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম শফিকুল ইসলাম (৪০) ও আহতের নাম ইসমাঈল হোসেন (৪০)। নিহত শফিকুল শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তারাকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং আহত ইসমাঈল একই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে।

এসআই মো. আলী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় রাতে রোড ডিভাইডার সংস্কারের কাজ করছিল শ্রমিকরা। রাত আনুমানিক ৩টার দিকে একটি দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ওপর তুলে দেয়। এতে দু'জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫ টায় শফিকুলকে মৃত ঘোষনা করেন। আহত ইসমাঈল হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশংকাজনক।

তিনি আরও বলেন, মাইক্রোবাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

‘হিন্দু-মুসলিম বিচার না করে আসামের ৪০ লাখ মানুষের পাশে দাঁড়ান’

আরএম/


সম্পর্কিত খবর