শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মৃত্যুশয্যায় বৃদ্ধের ইসলাম গ্রহণের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: হাসপাতালে বেডে মৃত্যুশয্যায় ৭৫ বছর বয়সী বাবা ছেলের কাছে কালেমায়ে শাহাদাত পাঠ করছে। ঘটনাটি জার্মানির কোন এক হাসপাতালে। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়। খবর খালিজ টাইমস-এর।

খবরে বলা হয়, ৭৫ বছর বয়সী এক জার্মান বৃদ্ধ মৃত্যুর মুখোমুখি হয়ে ইসলাম গ্রহণ করলেন। বৃদ্ধের মুসলিম সন্তান তাকে কালামায়ে শাহাদাত পাঠ করিয়ে মুসলিম বানান।

তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে বয়োবৃদ্ধ এক ব্যক্তি অন্য একজনের সাহায্যে কালেমায়ে শাহাদাত পাঠ করছেন। ওই ব্যক্তি অন্য একজনের সাথে সাথে ‘আশ্‌হাদু আল-লা-ইলা-হা ইল্লাল্লা-হু ...’ পাঠ করছেন।

বৃদ্ধের কালিমা পাঠ করার পর সাথে থাকা লোকটি তার কানে আজান দিচ্ছেন।

এবাউট ইসলাম বলছে, কেউ সঠিক তথ্য দিতে পারছেন না যে ভিডিওটি কোথায় ধারণ করা। কেউ কেউ বলছে, যে ব্যক্তি তাকে কালিমা পাঠ করাচ্ছেন সে তারই মুসলিম সন্তান।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে যাওয়ার পর হাজারো দর্শক ভিডিওটি দেখেন এবং বৃদ্ধকে আখেরাতের জীবনের জন্য শুভকামনা জানান।

ব্যবসার চিন্তা, হিসাবের জটিলতা? ক্লিক করুন

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ