শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘শহিদুলকে গ্রেফতারে ভাবমূর্তি উদ্ধার হইলো নাকি ক্ষতি হইলো?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিছুদিনের ফেসবুক ডিটক্স সেশন থেকে ফেরার পর ফেসবুকে ঢুকে অনেকগুলা বিদেশী মেসেজ পাইলাম। সবগুলাতেই একই প্রশ্ন: শহিদুল আলমের ব্যাপারটা কি হচ্ছে?

আমি সেগুলার কোনোটারই জবাব দেই নাই। কারন আমি সত্যিই জানিনা কি হচ্ছে।

সরকারে থাকা ভাই-বোনদের একটাই কথা বলতে চাই, আপনারা যদি মনে করেন তিনি আল জাজিরায় ইন্টারভিউ দিয়ে আপনাদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, তাহলে অনুরোধ করবো একটু ভেবে দেখেন তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সেটা উদ্ধার হইলো নাকি আরো ক্ষতি হইলো!

নোয়াম চমস্কি থেকে শুরু করে পৃথিবীর সব বড় বড় বুদ্ধিজীবী-শিল্পীদের বিবৃতি এসেছে। ভারত, ইউকে, আমেরিকার বড় বড় কাগজগুলাতে সমালোচনা হচ্ছে। সেখানে আপনাদের ব্রান্ডিংটা কি ভালো হচ্ছে? আপনাদের বিরোধীরা তো লবিস্ট নিয়োগ করেও গত কয় বছরে এই ব্যাড ব্র্যান্ডিং করতে পারে নাই, যেটা এই ঘটনার মধ্য দিয়ে হইলো।

ক্ষমতাবানকে বিনয়ী এবং ধৈর্যশীল হওয়া লাগে। এইরকমই একটা হাদিস মনে হয় পড়ছিলাম কোথাও।

বি:দ্র: আহত ছাত্র আকিবকে দেখতে যাওয়া এবং তার চিকিৎসার দায়িত্ব নেয়াতে সরকারকে ধন্যবাদ। এবার অনুরোধ করছি, আটক বাইশ ছাত্রের ব্যাপারও উদার হতে। সবার মঙ্গল হউক।

(মোস্তফা সারোয়ার ফারুকীর ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া)

আরও পড়ুন: ‘শহিদুল আলমের পোস্টের কারণেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়’

আরএম/


সম্পর্কিত খবর