শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


এবার তুর্কি পণ্যে দ্বিগুণ কর আরোপ ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ওপর অবরোধ আর চীন ও রাশিয়ার পণ্যে শুল্ক বসানোর পর এবার তুর্কি পণ্যে দ্বিগুণ কর বসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন সিদ্ধান্তে তুর্কি থেকে আমাদনি করা অ্যালুমিনিয়ামে ২০ শতাংশ ও স্টিলে ৫০ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি তুরস্ক থেকে আমদানি করা পণ্যে কর দ্বিগুণ করার নির্দেশ দিয়েছি। ডলারের বিপরীতে তুর্কি লিরার মূল্য কমার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প এ ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই বিষয়টি নিয়ে ফোনালাপ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

ডেইলি সাবাহ জানিয়েছে, দুই নেতার ফোনালাপে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে ফোনালাপের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

সূত্র : ডেইলি সাবাহ

আরও পড়ুন: ১০০০ ফিলিস্তিনিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ সৌদির

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ