শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কাশ্মিরে সেনাবাহিনী ও গেরিলাদের ভয়াবহ সংঘর্ষে মেজরসহ ৪ সেনা ও ২ গেরিলা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক মেজরসহ চার সেনা ও দুই গেরিলা নিহত হয়েছেন।

উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলায় আজ (মঙ্গলবার) ভোরে সংঘর্ষে ওই নিহত হওয়ার ঘটনা ঘটে। ৩৬ রাষ্ট্রীয় রাইফেলসের নিহত সেনা সদস্যরা হলেন, মেজর কে পি রাণে, হাবিলদার জামেই সিং, হাবিলদার বিক্রমজিৎ এবং রাইফেলম্যান মনদীপ।

গতকাল (সোমবার) দিবাগত গভীর রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর বান্দিপোরার গুরেজ সেক্টরের কাছে গেরিলারা অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় গেরিলা ও সেনাবাহিনীর মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়।

সংশ্লিষ্ট এলাকায় আরো গেরিলা সদস্য লুকিয়ে থাকার আশঙ্কায় অতিরিক্ত সেনাসদসদের পাঠিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসীদের অনুপ্রবেশের সমস্ত চেষ্টা ব্যর্থ করতে ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে। এরপরেই ভয়াবহ ওই সংঘর্ষের ঘটনা ঘটল।

অন্যদিকে, সোমবার গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী গুরেজে গুলিবর্ষণসহ মর্টার হামলা চালায়। এসময় গেরিলারা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

বান্দিপোরার সিনিয়র পুলিশ সুপার জুলফিকার আহমেদ বলেন, (সোমবার দিবাগত) রাত ১ টা নাগাদ সংঘর্ষ শুরু হয়।

২০০৩ সালে উভয় দেশের মধ্যে সমঝোতার পরে ওই এলাকায় এই প্রথম পাকবাহিনী এ ধরণের মর্টার হামলা চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীও একইভাবে পাকবাহিনীকে পাল্টা জবাব দিয়েছে।

বান্দিপোরার ডেপুটি কমিশনার শাহীদ চৌধুরী গুরেজে যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা নিশ্চিত করেছেন।

পাকিস্তানে বাস-তেলের ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৮

ব্যবসার হিসাব এখন খুব সহজে, ক্লিক বিসফটি

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ