শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিএনপি নেতা আমীর খসরু চৌধুরীর অডিও ফাঁস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও প্রকাশ পেয়েছে। যেখানে তিনি অপর প্রান্তে থাকা ব্যক্তিকে লোকবল নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিচ্ছেন।

ইতোমধ্যেই এ অডিও ভাইরাল হয়েছে গণমাধ্যমে। শনিবার (৪ আগস্ট) ওই অডিওতে নওমি নামে ওই ব্যক্তিকে কুমিল্লা থেকে ঢাকায় এসে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় হতে বলেন আমীর খসরু।

তবে বিডিনিউজকে দেয়া এক মতামতে আমীর খসরু মাহমুদ এ অডিওকে বানোয়াট বলে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা। শিক্ষার্থীদের আন্দোলনকে দমাতে এটি বানানো হয়েছে।

অডিও’তে যা বলেছেন আমীর খসরু মাহমুদ

আমীর খসরু: হ্যালো
নওমি: হ্যালো, আংকেল, নওমি বলছিলাম
আমীর খসরু: হ্যাঁ, নওমি ভালো আছো?

নওমি: আপনি ভালো আছেন?
আমীর খসরু: হ্যাঁ, ভালো আছি। তোমরা কি একটু ইনভলভ-টিনভলভ হচ্ছো এগুলোতে, নাকি?

নওমি: জ্বি, জ্বি। আংকেল, আমি তো এই যে, কুমিল্লায় আসলাম।
আমীর খসরু: কুমিল্লায় না, নামায় দাও না। তোমাদের মানুষজন সব নামায় দাও না।
নওমি: হ্যাঁ.. হ্যাঁ.. হ্যাঁ... হাইওয়েতে নামছিল।

আমীর খসরু: মানুষজন নামায় দাও, হাইওয়েতে-টাইওয়েতে অসুবিধা নাই। ঢাকায় মানুষজন নামায় দাও ভালো করে। বুজছো? তোমাদের তো আর চেনে না।
নওমি: না... না... না...।

আমীর খসরু: তোমাদের বন্ধুবান্ধব নিয়ে তোমরা সব নেমে পড়ো না ঢাকায়...।
নওমি: জ্বি...জ্বি..জ্বি, কনটাক্ট করতেছি সবার সঙ্গে।

আমীর খসরু: কন্টাক্ট করো না। কখন আর কন্টাক্ট করবা? এখনই তো টাইম। আর কবে? এখন নামতে না পারলে তো আবার ডাউন করে যাবে। তুমরা নাইমা যাও না একটু বন্ধুবান্ধব নিয়ে...।

নওমি: হ্যাঁ..হ্যাঁ.. হাইওয়েতে নামছিল তো, ঢাকা-চিটাগাংয়ে। এখানে এসপি সাহেব ঝাড়ি দিছে সবাইকে। সবাইকে উঠায়ে দিছে...।

আমীর খসরু: হাইওয়ে-টাইওয়ে অসুবিধা নাই। ঢাকায় নামায় দাও। ঢাকা হলে সারা দেশে এমনেই হবে। তোমরা ঢাকায় এসে... এখানে তো কুমিল্লা দরকার নাই আমার। তোমরা ঢাকায় এসে তোমাদের বন্ধুবান্ধব নিয়ে ২০০-৫০০ জন ওদের সাথে জয়েন করে যাও।
নওমি: জ্বি আংকেল। এমনে সবাই সংগঠিত হচ্ছে।

আমীর খসরু: সংহতি দিয়ে কী হবে। তোমরা যারা আছো নাইমা যাও না।
নওমি: আংকেল একটা ছোট্ট বিষয়।

আমীর খসরু: ফেসবুক-টেসবুকে পোস্টিং-টোস্টিং করো সিরিয়াসলি।
নওমি: হ্যাঁ, এইটা করতেছি। এটাতে অ্যাকটিভ আছে সবাই। আমি আসতেছি।

আমীর খসরু: হ্যাঁ করো। কুমিল্লায় বসে থেকে লাভ কী! এখানে এসে জয়েন করো।

ধানমন্ডি আ’লীগ অফিসে হামলায় আহত ১৭: দাবি কাদেরের

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ