শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো প্রায় ৪০ জন। মঙ্গলবার ভোরে দেশটির ফারাহ প্রদেশের বালা বালুক জেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই একটি বাসের আরোহী ছিলেন। পুঁতে রাখা বোমার পাশ দিয়ে যাওয়ার সময় ঘটা বিস্ফোরণে বাসটি ভস্মীভূত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, বোমাটি ফারাহ প্রদেশের একটি রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল। কাবুলগামী একটি যাত্রীবাহী বাস ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। ফারাহ প্রদেশের বালা বালুক জেলায় স্থানীয় সময় রাত ৪:৩০ এর দিকে এই বিস্ফোরণ ঘটে।

নিরীহ বাসযাত্রীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। এক বার্তায় প্রেসিডেন্ট বলেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলা, বিশেষ করে শিশু ও নারীদের ওপর আক্রমণ ওলেমা কাউন্সিলের ফতোয়ার পরিপন্থি। ওলেমা কাউন্সিল হলো, আফগানিস্তানের শীর্ষ ধর্মীয় নেতার একটি পরিষদ।

আফগানিস্তানে ছয় মাসে দেড় হাজারের অধিক বেসামরিক নিহত

আরএম/


সম্পর্কিত খবর