শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


সিগন্যাল অমান্য করায় ট্রেনের চালকসহ ৩ জন বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়া রেলস্টেশনে সিগন্যাল অমান্য করে ট্রেন চালানোর অভিযোগে চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন, আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের চালক রাজ গোবিন্দ, সহকারী চালক আরিফুল ইসলাম রিংকু এবং ওই ট্রেনের পরিচালক (গার্ড) আল মামুন। বগুড়া রেলওয়ে স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

গত ১৬ জুলাই বোনারপাড়া থেকে সান্তাহারগামী ৪৯২ নং কলেজ ট্রেন সকাল আটটা ৫০ মিনিটে বগুড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসে।

ট্রেনটি স্টেশনের পূর্ব দিকে ‘হঠাত্ মার্কেট’-এর সামনে থেকে দুই নম্বর লাইনে প্রবেশ করছিল।

ঠিক একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা ৭৫১ নম্বর আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটিও স্টেশনের পশ্চিম দিক থেকে দুই নম্বর লাইনে ঢুকে পড়ে।

বিষয়টি টের পেয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীরা চিত্কার করতে থাকে। সঙ্গে সঙ্গে রেলওয়ের কর্মকর্তারা দু’টি ট্রেনকেই থামার সিগন্যাল দেন। পরে কলেজ ট্রেনটির চালককে পেছনে গিয়ে এক নম্বর লাইনে প্রবেশ করতে বলা হয়।

একই সঙ্গে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে গিয়ে দাঁড়াতে বলা হয়। এভাবে দু’টি ট্রেন অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এবং এ থেকে রক্ষা পেয়েছে কয়েক’শ যাত্রী।

 


সম্পর্কিত খবর