শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


১ প্রাণের বিনিময়ে নেয়া হলো ২৯২ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১ প্রাণের বিনিময়ে প্রাণ গেল ২৯২ কুমিরের। ইন্দোনেশিয়ার একটি গ্রামে ঘটে গেল এমন ঘটনা৷

জানা যায়, বেশ কিছুদিন আগে গ্রামের এক বাসিন্দা কুমিরের কবলে পড়ে প্রাণ হারান৷ সেই ঘটনার প্রতিশোধ নিতেই গ্রামবাসীরা ছুরি, হাতুড়িসহ ধারালো অস্ত্র নিয়ে কুমিরগুলিকে আক্রমণ করে৷

ঘটনাটি স্থানীয় সংবাদ মাধ্যমের সাহায্যে সামনে আসে৷ স্তুপের আকারে কুমিরের মৃতদেহের ছবি দেখা গিয়েছে৷

বছর আটচল্লিশের ওই ব্যক্তি (মৃত) একটি প্রজনন ফার্ম চালাতেন৷ কর্মরত অবস্থায় তিনি কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যান৷ এক প্রত্যক্ষদর্শী জানান, ‘চিৎকার শুনে ছুটে যান তিনি৷ দেখেন একটি কুমির আক্রমন করেছে ওই ব্যাক্তিকে৷

গত শনিবার মৃতের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর গ্রামবাসীরা ফার্মে ঢুকে সমস্ত কুমিরকে মেরে ফেলে৷’

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৩ সালে কুমির সংরক্ষণ এবং কিছু বিরল প্রজাতির প্রাণীর প্রজননের স্বীকৃতি দেওয়া হয় ফার্মটিকে৷ তবে শর্ত ছিল, যেন কোনভাবেই সেটির (ফার্ম) দ্বারা স্বাভাবিক জনজীবন ক্ষতিগ্রস্থ না হয়৷

পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে৷ হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷

মাছ নয়, জালে আটকালো কুমির

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ