শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইন্টারনেট, স্মার্টফোন সহজলভ্য হওয়াতেই বাড়ছে ধর্ষণ : বিজেপি সাংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ নন্দকুমার চৌহান দাবি করেছেন, ‘এখন তরুণ-তরুণীদের কাছে স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য। তারা ইন্টারনেটে অশ্লীল ছবি ও ভিডিও দেখে। তাদের মনে এর নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলেই বাড়ছে ধর্ষণ।’

আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন খান্ডোয়ার সাংসদ নন্দকুমার। তিনি আরও দাবি করেছেন, সংবাদমাধ্যমে স্মার্টফোনের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে। সাইবার সেলের পক্ষে প্রতিটি ফোনে নজরদারি চালানো সম্ভব নয়। সেই কারণেই এই ধরনের ঘটনা বাড়ছে।

গত মাসেই বুরহানপুর জেলায় গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন এই বিজেপি সাংসদ। তিনি সেখানে গিয়েছিলেন ফসলের ক্ষতি কতটা হয়েছে সেটা দেখতে। তখন তাঁকে ফসল বিমা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন কৃষকরা। স্থানীয় বিজেপি নেতারা ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কৃষকরা নন্দকুমারের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এবিপি আনন্দ।

আরও পড়ুন : ধর্ষণের সাজা মাত্র ১০ বেত্রাঘাত!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ