বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


গাজীপুর সিটি নির্বাচন আজ; তিন স্তরের নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজীপুর সিটি নির্বাচন আজ। এখন চলছে নির্বাচন আয়োজনের সর্বশেষ প্রস্তুতি। এ উপলক্ষে পুরো গাজীপুর সিটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ২৯ প্লাটুন বিজিবি।

কড়া পুলিশ পাহাড়ায় ৫২৫টি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। শহরের ৫টি পয়েন্ট থেকে কঠোর নিরাপত্তায় এসব পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই নির্বাচন উপলক্ষে আজ থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১৩ হাজার নিরাপত্তা কর্মী মাঠে থাকবে।

নির্বাচন আচরণবিধি পর্যবেক্ষণ ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারীকে তাৎক্ষণিক সাজা দিতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪৭ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য পুরো শহরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন : সিটি নির্বাচন : গাজীপুরে চলছে বিজিবি টহল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ