শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে ৯০৪ বাস; টিকিট বিক্রি ৫ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) আগামী ১৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর ব্যবস্থা করেছে। আগামীকাল ৫ জুন থেকে এই স্পেশাল সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

সোমবার মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে স্পেশাল বাস সার্ভিসসহ অন্য প্রস্তুতি নিয়ে বিআরটিসির কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিসির এবারের ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে ৯০৪টি বাস। জরুরি প্রয়োজন মেটাতে ৫৪টি বাস স্ট্যান্ডবাই থাকবে ঢাকার বিভিন্ন স্থানে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ