মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


দেওবন্দ ঈদগাহ ওয়াকফ কমিটির বৈঠক; ফিতরা ৩০ রুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায :  ঈদুল ফিতর উপলক্ষ্যে ভারতের দেওবন্দ ঈদগাহ ওয়াকফ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের পর মুসলিম ফান্ড ট্রাস্টের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঈদুল ফিতরের নামাযের সময়সূচি এবং সদকায়ে ফিতরের পরিমাণ নিয়ে আলোচনা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন কারী সাইয়্যেদ ওসমান মনসুরপুরী।

বৈঠকে সবার ঐকমতে সিদ্ধান্ত হয়, এবার ঈদের নামাজ  সকাল সোয়া আটটায় অনুষ্ঠিত হবে। বৈঠকে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ঈদগাহ ময়দানে নামাজ আদায় সম্ভব না হয় তবে দেওবন্দের মসজিদে রশীদে নামাজ আদায় করা হবে।

ঈদগাহ ওয়াকফ কমিটির প্রধান মাওলানা হাসিব সিদ্দিকী বৈঠকের সদস্যদের সদকায়ে ফিতর সম্পর্কে দারূল উলুম দেওবন্দের ফতোয়া পড়ে শোনান এবং বলেন, এ বছর সদকায়ে ফিতরের পরিমাণ ত্রিশ রুপি।

তিনি বলেন, প্রতিজনের মাথাপিছু ফেতরা হিসেবে এক কেজি ছয়শ তেত্রিশ গ্রাম গম অথবা তার মূল্য ত্রিশ রুপি সদকাহ করতে হবে। সূত্র: রোজনামা খবরেঁ।

আরও পড়ুন : দেওবন্দ মাদরাসার জন্য বই সংগ্রহ চলছে; আপনি অংশ নিবেন যেভাবে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ