শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বাসের আগাম টিকিট বিক্রি শুরু; ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঈদুল ফিতরকে সামনে রেখে গত বুধবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

এদিকে, বাসে অগ্রিম টিকিট বিক্রির এলোমেলো খবরে বিভ্রান্ত হয়েছেন ঈদে অগ্রিম টিকিট প্রত্যাশী ঘর ফেরা মানুষ। সম্প্রতি পরিবহন মালিকদের বিভিন্ন সূত্র দিয়ে কয়েকটি গণমাধ্যম ১ জুন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে খবর প্রকাশ করলেও আজ বুধবার (৩০ মে) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে দিয়েছে পরিবহন মালিকরা।

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এমন পরস্পর বিপরীত তথ্যে সাধারণ যাত্রীরা বিভ্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

টিকিট প্রত্যাশী সাধারণ যাত্রীদের অভিযোগ, বাসের অগ্রিম টিকিট বিক্রিতে পরিবহন মালিক সমিতিগুলোর পক্ষ থেকে কোনও সঠিক তথ্য জানানো হয়নি। অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে তারা সংবাদ সম্মেলন ডেকে নির্ধারিত তারিখ নির্ধারণ করে দিতে পারতো।

কিন্তু অজ্ঞাত কারণেই তারা বিভিন্ন সময়ে গণমাধ্যমকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে যাত্রীদের হয়রানি করেছে। একারণেই যাত্রীদের অনেকেই বিভ্রান্ত হয়েছেন।

এর আগে আগামী ১ জুন থেকে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন : ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩০ মে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ