বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭০ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদকবিরোধী অভিযানে রাজধানীর উত্তরা ও লালবাগ থেকে ৭০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার পরিচালিত আলাদা দুটি অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৭ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮০০ গ্রাম হিরোইন এবং ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

ডিএমপির উপ-কমিশনার(ডিসি) মাসুদুর রহমান জানান, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ(ডিবি), স্পেশাল আর্মড ফোর্স এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে অভিযান ২টি পরিচালিত হয়।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত তুরাগ থানার বাউনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ ইয়াবা এবং প্রায় ৫ কেজি গাঁজা পাওয়া যায়।

লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান বলেন, এদিন দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালবাগ বিভাগের ইসলামবাগে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এসময় মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেন তারা। তাদের কাছ থেকে ৩৭০টি ইয়াবা, ৮০০ গ্রাম হেরোইন, দুই কেজি গাঁজা ও ৫০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন : ‘মাদকসেবী ও ব্যবসায়ীদের যেভাবে শাস্তি দিতে বলেছে ইসলাম’


সম্পর্কিত খবর