বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

বোর্ড পরীক্ষায় প্রথম হওয়ায় ওমরার সৌভাগ্য মুরশিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যাহ বাংলাদেশের অধীনে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করে পবিত্র ওমরা হজ পালন করতে মক্কায় যাচ্ছেন নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানিফিয়া বাঘিবাড়ির মেশকাত জামাতের শিক্ষার্থী মুরশিদুল ইসলাম।

বোর্ডের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, শিক্ষার্থীদের হজ ও ওমরার পুরস্কার দিয়ে আমরা পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এ পুরস্কার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সামনে যারাই ভালো করবে তাদের ভাগ্যেও রয়েছে এ পুরস্কার। পবিত্র হজ ও ওমরাহ পালনের সুযোগ।

সোমবার দুপুরে মেধাবী শিক্ষার্থী মুরশিদুল ইসলামের ওমরা গমন উপলক্ষে আয়োজিত দুআ অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা মাসঊদ এ কথা বলেন।

বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া কো-অর্ডিনেটর মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্বীনি বোর্ডের মেশকাত জামাতে প্রথম হওয়ায় পুরস্কার হিসেবে পবিত্র ওমরাহ পালনে যাচছেন- অনুভূতি জানতে চাইলে মুরশিদ বলেন, আলহামদুলিল্লাহ! অনেক বেশি ভালো লাগছে। বায়তুল্লাহর জিয়ারত। জীবনে এর চেয়ে আর সুখের কী হতে পারে! আসলে পরীক্ষায় ভালো করেছি বলে নয়, বেশি আনন্দ লাগছে ওমরার কথা ভেবে।

‘আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই হয়ত আমার মতো অধমের বায়তুল্লাহ জিয়ারত হচ্ছে। আল্লামা মাসঊদ, মুফতি মুহাম্মদ আলী ও মুফতি শওকত আলী সাহেবদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

‘এতোগুলো পুরুষ-চক্ষুর সামনে তিনি ভীষণ নার্ভাস ফিল করছিলেন’

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ