বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


এক নওমুসলিমের সাহরিবিহীন ২০ঘণ্টা রোজার স্মৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সত্যিই কী নির্মল অনুভূতি জাগ্রত হয়েছে আমার কলিজায়, আমার হৃদয়ে। ২০ঘন্টা সাহরিবিহীন রোজা রেখেও ক্লান্তি আসেনি এক ফোঁটাও। আমার মনেই হয়নি আমি না খেয়ে রোজা রেখেছি।

কথাগুলো বলছিলেন, লুইস ক্যারেনো বর্তমান নাম আবদুর রহমান কলম্বিয়ার ৩৬ বছর বয়সী এক নওমুসলিম। যিনি ২০১৮ সালের জানুয়ারিতে ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলামিক ইনফরমেশন সেন্টার, সাতওয়াতে ইসলাম গ্রহণ করেন।

তিনি দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর জন্য একটি ব্রাজিলিয়ান জিউ জিটসু ব্ল্যাক বেল্ট কোচ হিসেবে কাজ করছেন বর্তমানে।

তিনি বলেন, রমজানের আগের দিনেই আমার প্রথম রাজানের জন্য হৃদয়ে অন্য রকম এক অনুভূতি জাগ্রত হয়। আমি আত্মা দিয়ে রোজার মাহাত্ম অনুভব করছিলাম।

প্রথম দিন যখন এশার নামাজ আদায় করে সবার আগেই শুয়ে গিয়েছিলাম যেনো ভোর রাতে জাগ্রত হতে পারি । বেশি সময় নিয়ে ভোর রাতে নামাজ আদায় করতে পারি। কিন্তু প্রথম দিন দেখে আমি জাগ্রতই হতে পারিনি।

আমি ভয় পেয়েছিলাম খাবার না খেয়ে রোজা রাখার কারণে আমার মাথা ব্যথা বা অসুস্থ হয়ে যাবো।

কিন্তু আমার কোনো কিছুই হলো না। খুব সুন্দর করে রোজার প্রথমদিন অতিবাহিত করে দিলাম। আমার মনেই হলো না আমি বিশ ঘণ্টা না খেয়ে রোজা রেখেছি।

আমি প্রথম দিন এ মহিমান্বিত মাসে কুরআন নাজিলের মাসে কুরআন তেলোয়াত করে সময় কাটিয়েছি। আমার এত ভালো লেগেছে আসলে আমি বলে বুঝাতে পারবো না।

কুরআন তেলোয়াত জিকির আর দোয়ায় েসত্যিই অদ্ভূতভাবে কেটে গেছে রমজানের প্রথম রোজা।

খালিজ টাইমস ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

আরো পড়ুন- ১২ শিল্পীর কণ্ঠে ‘রমজানের ঐ রোজার শেষে’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ