বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মুক্তি পেলেন আনোয়ার ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার অন্যতম আলোচিত রাজনীতিক আনোয়ার ইব্রাহিমকে মুক্তি পেয়েছেন। তিনি আবারও রাজনীতিতে ফিরতে পারবেন। খবর বিবিসির

দুর্নীতির অভিযোগে আলোচিত এ নেতাকে কারাগারে পাঠানো হয়েছিল। বুধবার রাজকীয় ক্ষমার বিষয়ে আলোচনার পর তাকে মুক্ত ঘোষণা করে ক্ষমা প্রশ্নে গঠিত কমিটি।

নির্বাচনের আগে মাহাথির মুহাম্মদ দুই বছরের মধ্যে আনোয়ার ইব্রাহিমের মুক্তি নিশ্চিত করে তার কাছে সরকারপ্রধানের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে চুক্তি করেছিলেন।

দেশটিতে গত ৯ মে নির্বাচনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা বারিসন ন্যাসিওনাল সরকারকে হারিয়ে জয়লাভ করে চার দলের নতুন জোট।

আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মদ একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু মতপার্থক্যের জেরে ১৯৯৮ সালে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ার ইব্রাহিমকে সরিয়ে দেন মাহাথির। এরপর কথিত সমকামিতাসহ বেশ কিছু অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়।

আনোয়ার / কাজী নজরুল ইসলাম

-আরআর


সম্পর্কিত খবর