বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


সবচেয়ে জঘন্য মিথ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : মিথ্যা বলা সর্বাবস্থায়েই পাপ এবং অনেক বড় পাপ। কিছু ক্ষেত্রে তা আরো বেশি জঘন্য হয়ে যায়। যেমন কেউ আপনার উপর পুরোপুরি আস্থা রাখেন। আপনাকে পুরোপুরি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে করেন। আর আপনি তার ভরসা, বিশ্বাস ও সুধারণার সুযোগ নিয়ে তার সামনে মিথ্যা বলে তাকে ধোঁকা দেন। হাদিসে রসূল সা. এই মিথ্যাকে বড় খেয়ান সাব্যস্ত করেছেন।

হযরত সুফিয়ান হাযরামী বলেন, আমি রাসুল সা.-কে বলতে শুনেছি, كَبُرَتْ خِيَانَةُ اَنْ تُحَدِّثَ اَخَاكَ حَدِيْثًا هُوَلَكَ بِهِ مُصَدِّقٌ وَاَنْتَ بِه كَاذِبٌ.

অর্থ : অনেক বড় একটি খেয়ানত হলো, তুমি নিজের ভাইকে এমন কোনো কথা বলো, যাতে সে তোমাকে সত্যবাদী মনে করে অথচ তুমি ওই কথায় মিথ্যাবাদী।

সূত্র: সুনানে আবু দাউদ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ