শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


‘আলোর পরশে’র মোড়ক উন্মোচন করলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী'র জীবন জাগানো অসাধারণ বয়ান ও সফরনামা সংকলন ‘আলোর পরশ’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

গতকাল (সোমবার) রাত সাড়ে আটটায় দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালকের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী।

আল্লামা শাহ আহমদ শফীর বিষয়ভিত্তিক বয়ানগুলো ও সফরনামা সুন্দর সরল ভাষায় উপস্থাপন করেছেন তরুণ আলেম ও লেখক মাওলানা হাসান আনহার।

বইটি সম্পাদনা করেছেন দারুল উলুম হাটহাজারীর সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী।

বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে বইটির লেখক ও সম্পাদক জানান, দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী দেশব্যাপী মাহফিল-মাজলিসে বয়ান করে আসছেন।

হযরতের সেই জীবন জাগানিয়া বয়ান ও সফরনামার মলাটবদ্ধ সংকলন আলোর পরশ। আমরা আশাবাদি বইটি পাঠকমহলের চাহিদা পূরণে সামর্থ হবে।

মাকতাবাতুল মাদানী কর্তৃক প্রকাশিত ১১২ পৃষ্ঠার বাইটির মুদ্রিত মূল্য ১৫০ টাকা।

‘সমাজসেবায় আল্লামা আহমদ শফী ফাউন্ডেশন রোল মডেল হবে’

-আরআর


সম্পর্কিত খবর