বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


লেবানন নির্বাচনে অর্ধেকের বেশি আসনে হিজবুল্লাহ জোটের বিজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে- ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও তাদের মিত্ররা অর্ধেকের বেশি আসনে বিজয়ী হয়েছে।

সংসদের মোট ১২৮টি আসনের মধ্যে হিজবুল্লাহ ও তার মিত্ররা ৬৭টি আসন পেয়েছে।

লেবাননের বিভিন্ন গণমাধ্যম, রাজনীতিবিদ ও নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ (সোমবার) এ খবর দিয়েছেন।

এবারের নির্বাচনে হিজবুল্লাহর সঙ্গে জোট বেধেছে স্পিকার নাবিহ বেরির ‘আমাল মুভমেন্ট’ এবং প্রেসিডেন্ট মিশেল আউন প্রতিষ্ঠিত ‘ক্রিশ্চিয়ান ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট’।

গত নয় বছরের মধ্যে এবারই প্রথম লেবাননে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে ১২৮টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫০০ প্রার্থী। সরকারি হিসাব থেকে জানা গেছে, এবারের নির্বাচনে শতকরা ৪৯.২ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে- দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সমর্থকরা বিজয়োল্লাস করছেন।

এদিকে, নির্বাচনে সাদ হারিরির নেতৃত্বাধীন সুন্নি জোট আসন হারালেও তিনিই প্রধানমন্ত্রী হতে চলেছেন। লেবাননের সংবিধান অনুসারে, দেশটিতে খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট, সুন্নি মাজহাব থেকে প্রধানমন্ত্রী এবং শিয়া মাজহাব থেকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচন করা হয়।

সিরিয়া পরিস্থিতি এবং নির্বাচনী আইনের জটিলতার কারণে ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত তিনবার নির্বাচন অনুষ্ঠান পিছিয়ে গেছে।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ