শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বুশকে জুতা মারা সেই জাইদি লড়বেন নির্বাচনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে সামরিক আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে বাগদাদে সংবাদ সম্মেলনে জুতা নিক্ষেপ করে বিশ্বব্যাপী আলোচিত মুনতাজার আল জাইদি এবার লড়বেন পার্লামেন্ট নির্বাচনে।

আগামী ১২ মে ইরাকে অনুষ্ঠিত হবে পার্লামেন্ট নির্বাচন। এতে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নির্বাচনী প্রচারণায় জাইদি দুর্নীতি দমন, বৃহত্তর সমৃদ্ধি, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছেন। তবে তার অনুসারীরা বেশি বেশি প্রচার করছেন বুশকে জুতা মারার সেই ‘বাহাদুরি’র ছবি ও ভিডিও।

নির্বাচনে জিততে পারলে সরকারপ্রধান হওয়ারও ইচ্ছে আছে এই সাংবাদিকের। সেজন্য নির্বাচনী জোটের সঙ্গে সমঝোতা চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি।

সাদ্দাম হুসেইন প্রশাসনের কাছে মারণাস্ত্র থাকার ধুয়া তুলে ২০০৩ সালে ইরাকে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোট। এক মাস দেড় সপ্তাহের এ অভিযানের পর দেখা যায়, তেমন কোনো অস্ত্রই ছিল না ইরাকে। কিন্তু মার্কিন বাহিনীর নির্বিচার বোমা হামলায় প্রাণ যায় হাজার হাজার নিরীহ ইরাকির।

সেসমেয় এক সংবাদ সম্মেলনেই জুতাজোড়া খুলে নিক্ষেপ করেন বুশের দিকে। যদিও বসে পড়ে রক্ষা পান বুশ। কিন্তু জুতা খাওয়ার বিষয়টি আলোচিত হয়ে যায় সারা বিশ্বে।

দাওয়াত ও তাবলীগের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের করণীয়

-আরআর


সম্পর্কিত খবর