বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইসরাইলকে রক্ষায় হিজবুল্লাহকে অর্থ সেধেছিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম

হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশের শাসনামলে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ বন্ধ করার শর্তে যুক্তরাষ্ট্র তার দলকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

একটি টেলিভিশন বক্তৃতায় আজ সোমবার হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, প্রস্তাবটি এসেছিলো ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির পক্ষ থেকে। এতে অন্তর্ভুক্ত ছিলো হিজবুল্লাহকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন সমূহের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাবও।

দক্ষিণ লেবানন পুনর্গঠনের জন্য মোটা অংকের অর্থসাহায্য দেওয়া হবে বলেও প্রস্তাবে উল্লেখ ছিলো।

হিজবুল্লাহর নেতা বলেন, প্রস্তাবটি পাঠানো হয়েছিলো যুক্তরাষ্ট্রের লেবাননি বংশোদ্ভূত ব্যবসায়ী জর্জ নাদেরের মাধ্যমে। আমরা ভেবেছিলাম তিনি একজন লেবাননি সাংবাদিক। কিন্তু তিনি আসলে ছিলেন মার্কিন নাগরিক। তিনি ডিক চেনির পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছিলেন।

আল জাজিরা থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ