শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মুসলিম বিদ্বেষ দূর করতে লন্ডনে মুসলিম তরুণদের নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : ইউরোপের মুসলিম বিদ্বেষ দূর করতে এবার নতুন উদ্যোগ গ্রহণ করলো ইউরোপীয় মুসলিমরা।  নতুন এ ইভেন্টের নাম রাখা হয়েছে, ‘হ্যালো! আই এম মুসলিম’।

আন্তর্জাতিক একটি উদ্যোগের অংশ হিসেবে লন্ডনের কিংস ক্রস স্টেশনে এ ইভেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে গণসংযোগ স্থলে তরুণ মুসলিমরা সাধারণ মানুষের ভুল ধারণা ভাঙ্গানোর চেষ্টা করবে।  ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও অস্ট্রিয়াতে সপ্তাহজুড়ে ‘হ্যালো! আই এম মুসলিম’ উদযাপিত হবে।

দ্য ইসলামিক কমিউনিটি মিল্লি গোরাস (আইসিএমজে) এ ইভেন্টের উদ্যোক্তা।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, ‘ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসকারী হাজার তরুণ রাস্তায় দাঁড়িয়ে নিজেদের পরিচয় তুলে ধরে বলতে পারে আমি একজন মুসলিম।  কারণ, গণসংযোগই মানুষকে বোঝানোর এবং সহানুভূতি লাভের সর্বোত্তম উপায়। ’

গ্রুপটির প্রেসিডেন্ট সাইয়েদ কামাল এরগান বলেছেন, ইউরোপের ৫০০ মসজিদ এ ইভেন্টে অংশ নিতে পারে।

উল্লেখ্য, ইউরোপে মুসলিম বিদ্বেষ বেড়ে যাওয়ায় স্থানীয় মুসলিমরা তা দূর করতে নানান সামাজিক উদ্যোগ গ্রহণ করছে।

সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ