মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


‘দ্রুত সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াহাই রাজ্যে এক টেলিভিশন ভাষণে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুত সিরিয়া থেকে সৈন্য ফিরিয়ে আনবে অবশ্য তিনি বিস্তারিত কোনো কর্মপরিকল্পনার কথা জানাননি।

ট্রাম্প জানায়, ‘আমরা খুব দ্রুত সিরিয়া হতে বেরিয়ে আসছি, অন্যরাও এখন এ ব্যাপারে মনোযোগী হোক’।

ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে ব্যয় করেছে, কিন্তু বিনিময়ে কিছুই পায়নি। ট্রাম্প ওয়াহাই রাজ্যের শ্রমিকদের লক্ষ্য করে বলেন, মার্কিন সৈন্যরা আইসিসের সদস্যদের জাহান্নামে পাঠাচ্ছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রদপ্তর ট্রাম্পের এ ঘোষণার পর জানায়, সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ব্যাপারে তাদের কোনো কিছু জানা নেই।

সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ