বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

ডক্টর রিজাউল ইসলাম লিখিত 'মুসা আল হাফিজের মননবিশ্ব' শীর্ষক সেমিনার মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাহিত্য সমালোচক,ডক্টর মো. রিজাউল ইসলাম এর গবেষণাগ্রন্থ 'মুসা আল হাফিজের মননবিশ্ব' শীর্ষক সেমিনার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আগামীকাল মঙ্গলবার বিকাল চারটায় অনুষ্ঠিতব্য এই সেমিনারের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মো. আব্দুর রহীম (সাবেক ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ও সাবেক চেয়ারম্যান, বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), বিশেষ অতিথি প্রফেসর ডক্টর সাজেদুল করীম (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর কামাল আহমদ চৌধুরী (শাবিপ্রবি), প্যানেল আলোচক
প্রফেসর ডক্টর মো. তাজ উদ্দিন (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন (শাবিপ্রবি) প্রফেসর ডক্টর মো. নজরুল ইসলাম (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর আবু ইউসুফ (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর মো. হোসেন আল মামুন (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর মো. সেলিম উদ্দীন (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর মো. কামরুল ইসলাম (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মামুন (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর নজর উল ইসলাম (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর আল আমিন (শাবিপ্রবি)।

বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর আবদুল হান্নান প্রধান (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর মো. জাহাঙ্গীর আলম (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর মো. শফিকুল ইসলাম (শাবিপ্রবি), প্রফেসর ডক্টর মুহম্মদ অহিদ উল্লাহ (শাবিপ্রবি) প্রমুখ।

সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করবেন শাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

স্বাগত বক্তব্য রাখবেন সেমিনার বাস্তবায়ন পর্ষদের সদস্য সচিব কবি আবদুল বাসিত মুহাম্মদ ও সেমিনারের মিডিয়া স্পন্সর আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

সভাপতিত্ব করবেন বিটিভি সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান। বিকেল ৫ টা থেকে সেমিনারের লাইভ সম্প্রচার করবে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। লাইভ শুনতে আওয়ার ইসলাম ফেসবুকে পেইজে চোখ রাখুন।

মুসা আল হাফিজের মননবিশ্ব: একটি অভিজ্ঞান

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ