শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ফ্রান্সের জিম্মি রক্ষায় এগিয়ে আসা পুলিশের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে এক জিম্মিকে রক্ষায় এগিয়ে আসা পুলিশ সদস্য মারা গেছেন। এক বন্দুকধারী জিহাদি ওই ব্যক্তিকে জিম্মি করেছিল। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলোম্ব একথা বলেন।

নিহত পুলিশ কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল আর্নাউদ বেলট্রেম। জিম্মি সংকটের সময় তার ভূমিকার জন্য ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তাকে ‘নায়ক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। মন্ত্রী তার টুইটারে লেখেন, ‘লেফটেন্যান্ট কর্নেল আরনাউড বেল্টরেম মারা গেছেন। তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। ফ্রান্স তার এই বীরত্বগাঁথা কখনোই ভুলবে না।’

জানা গেছে, শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে অস্ত্রহাতে ২৫ বছরের রেদোয়ান লাকদিম নামের জঙ্গি সুপার মার্কেটে প্রবেশ করে। সেখানে বেশ কয়েকজনকে জিম্মি করে সে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হলে জিম্মি দশার অবসান হয়।
সূত্র: এএফপি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ