শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


হামাসের অভিযোগ সৌদি আরব ইসরায়েলকে উসকানি দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব ইহুদিবাদি ইসরাইলকে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলন সংগঠন ‘হামাস’।

সম্প্রতি সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাসকে ‘উগ্রপন্থি’ ঘোষণা করে বক্তব্য দেন। এরই প্রতিবাতে হামাস এই অভিযোগ করে।

শুক্রবার আদেল আল-জুবায়ের ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তৃতায় হামাসকে ‘উগ্রপন্থি’ উল্লেখ করে দাবি করেন, কাতার ফিলিস্তিনি এই আন্দোলনকে সমর্থন দেয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে গাজার সরকারি দফতরগুলো ফাতাহ আন্দোলনের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সুযোগ সৃষ্টি হয়েছে।

এই বক্তব্যের প্রতিবাদে ‘হামাস’ এক বিবৃতিতে বলেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী জনমতকে বিভ্রান্ত করার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের ইসরায়েলবিরোধী বৈধ প্রতিরোধ সংগ্রামের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে এ বক্তব্য দিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের বক্তব্যের ফলে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর আরো বেশি অপরাধযজ্ঞ চালাতে উসকানি পাবে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ