শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

জামিয়া ইসলামিয়া গাওয়াইর-এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: রাজধানীর দক্ষিণখানের (উত্তরা) অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া গাওয়াইর-এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে জামিয়ার শিক্ষা সমাপনকারী প্রায় একশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জামিয়ার মুহতামিম খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা আবদুল ওয়াহিদ এর সভাপতিত্বে ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় শুরু হয় পুনর্মিলনী অনুষ্ঠান। শেষ হয় বিকাল তিনটায়।

পুনর্মিলনী পরিচালনার দায়িত্বে ছিলেন জামিয়ার বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষা সচিব মাওলানা সাইদুর রহমান, প্রধান মুফতি আবদুস সাত্তার, মুহাদ্দিস মাওলানা জাকির হোসাইন, মুহাদ্দিস মুফতি নেয়ামতুল্লাহ আমিন, মুুফতি আবদুল কাইয়ুম, মাওলানা নুরুল আমীন, হাফেজ রইস উদ্দিন, মাওলানা উমর ফারুক, মাওলানা মাহফুজ প্রমুখ।

ফারেগিনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃতি বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেয়া হয়েছিল। যেখানে সবার স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত জামিয়ার শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীগণ তাদের কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন। এসময় ছাত্র-উস্তাদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

উস্তাজগণ তাদের বক্তৃতায় কর্মজীবনে সফলতার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেশ করেন।

তারা বলেন, আজ আমরা আনন্দিত, দীর্ঘ দিন পর সন্তানকে দেখলে বাবারা যেমন আনন্দিত হয় আমাদের অনুভূতিও তেমন। আমাদের শিক্ষার্থীদের কর্ম জীবনের সাফল্যের কথা শুনে তৃপ্তবোধ হচ্ছে।

উস্তাজগণ ফারেগীন শিক্ষার্থীদের সব সময় দীনের খেদমত এবং গুনাহমুক্ত জীবন যাপনের আহ্বান জানান।

দুপুরে আলোচনা ও খাবার পর্ব শেষে জামিয়ার উস্তাজ ও ফারেগিনদের পরামর্শক্রমে পারস্পরিক যোগাযোগ ও সম্মিলিত কাজ অব্যাহত রাখতে আবনায়ে জামিয়া গাওয়াইর নামে সংগঠন ও আহ্বায়ক কমিটি করা হয়।

কমিটিক আহবায়ক মাওলানা তাহেরুল ইসলাম। যুগ্ম আহবায়ক মাওলানা রোকন রাইয়ান, মাওলানা আজিজুল ইসলাম। সম্পাদক মাওলানা আশরাফ মাহমুদ। সহ সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ।

সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক। সহ সাংগঠনিক সম্পদক মাওলানা শহিদুল ইসলাম । অর্থ সম্পাদক মাওলানা খাইরুল বাশার। প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ হারিস শিবলী। সহ প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সাইদুর রহমান।

সদস্য: ১ । মাওলানা সাইফুল ইসলাম ২। মাওলানা রেজাউল করিম ৩। মাওলানা আবদুল কাদির ৪। মাওলানা মাহমুদুল হাসান ৫। মাওলানা সালাহ উদ্দিন ৬। মাওলানা মাহবুব ৭। মাওলানা ওয়ালি উল্লাহ।

তাবলিগে শুরা ও আমির নিয়ে মাওলানা তারিক জামিলের বিশেষ বার্তা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ