শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও সব ধর্মের মানুষের মর্যাদা এক: মার্শা বার্ণিকাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য বাংলাদেশ বিশ্বে বড় একটা উদাহরণ বলে উল্লেখ্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

মার্শা বার্নিকাট বলেন, বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে বিশ্বে এটা একটা বড় উদাহরণ। আর বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও এটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং এখানে সব ধর্মের মানুষের মধ্যে একই মর্যাদা বিদ্যমান।’

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বৌদ্ধধর্মের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত বার্ণিকাট।

বাংলাদেশে সব ধর্মের জন্য স্বাধীনতা পরিবেশ বজায় রাখার জন্য সরকারকে ধন্যবাদও দেন মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক নবনির্মিত এই বৌদ্ধ মহাবিহারে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে বৌদ্ধ ভিক্ষুরা ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন।

এসএস/


সম্পর্কিত খবর