বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ফেঞ্চুগঞ্জে এতিম মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অনুদান বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ফেঞ্চুগঞ্জে ২৫ জন এতিম অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পাশে দাঁড়িয়েছে প্রেণের ফেঞ্চুগঞ্জ প্রবাসী অনলাইন গ্রুপ। আজ শুক্রবার ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিয়া খালেদ।

প্রেসক্লাবের সদস্য দেলোয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।

অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকার এতিম মেধাবী ২৫ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়। একইসাথে সাথে পিএসসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ নুরুজ্জামান বলেন, ভালো সার্টিফিকেট থেকে ভালো মানুষ হওয়া জরুরী।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা বলেন, দানের পরিমাণ নয় এতিম শিক্ষার্থীদের পাশে দাড়ানোর মানসিকতাই বড়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসকাবের সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, প্রাণের ফেঞ্চুগঞ্জ প্রবাসী অনলাইন গ্রুপের অর্থ সম্পাদক শুক্কুর আলী, শিক্ষক মৌলানা শাহসুদ দোহা খান, সামজকর্মী শাহিন আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন
মাদ্রাসা শিক্ষার্থী জাহিদ হাসান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ