শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


‘প্রতিহিংসা নয় আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরী শাখার আহবায়ক কমিটির সভা আজ ৪ ফেব্রুয়ারি রোববার দুপুরে নগরীর চালিবন্দরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মহানগর যুব জমিয়তের আহবায়ক সাবেক ছাত্রনেতা কে.এম তোফায়েল আহমদ উসমানীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি যাকারিয়াহ মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ আবুল কাসেম।

যুগ্ম আহবায়ক মাওলানা মাহদি হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুল হালিম, সদস্য মাওলানা মাহদি হাসান কানাইঘাটি, হাফিজ মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নাসির আহমদ, মাওলানা ফয়সল মাহমুদ, মাওলানা সিফাত উল্লাহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে কে.এম তোফায়েল আহমদ উসমানী বলেন, জমিয়ত উপমহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন। দারুল উলুম দেওবন্দের কৃতি ছাত্র, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী, আমীরে জমিয়ত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বে এদেশের যুব সমাজকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন বাজি রেখে কাজ করতে প্রস্তুত আছি।

তিনি বলেন, বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ২৭টি ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে যুব জমিয়তের কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। আমরা প্রতিহিংসায় নয়, প্রতিযোগিতায় বিশ্বাসী। প্রতিযোগিতার মাধ্যমে যুব জমিয়ত কর্মীদের এগিয়ে যেতে হবে।

তিনি সকল প্রকার ইসলাম ও রাষ্ট্র বিরোধি কর্মকান্ড বন্ধের জন্য যুব জমিয়ত কর্মিদের ময়দানে সোচ্চার হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি

সারাদেশ আল্লামা শফীকে সম্মান করে, বাম নেতার প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর