শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


হবিগঞ্জে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট লঞ্চারের গোলাসহ বিপুল অস্ত্রের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যানে অভিযান চালিয়ে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট লঞ্চারের গোলাসহ বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থলে আসছেন। এ বিষয় বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

এর আগে শুক্রবার মধ্যরাত থেকে উপজেলার সাতছড়ি উদ্যানে অভিযান শুরু করে র‌্যাব। এ নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় ষষ্ঠ বারের মতো অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে র‌্যাব-১১।

এর আগে এই এলাকায় র‌্যাব ২০১৪ সালের ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত টানা অভিযান চালায়। এরপর ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায়, ১৭ সেপ্টেম্বর তৃতীয় দফা এবং ১৬ ও ১৭ অক্টোবর চতুর্থ দফায় অভিযান চালায়।

সেসময় ১২টি বাংকার ও ৩টি গর্ত থেকে মেশিনগান, রকেট লঞ্চার, রকেট চার্জার, বিমান বিধ্বংসী বুলেট, ট্যাংক বিধ্বংসী রকেট গোলাসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানকালে উদ্ধার করা হয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ডায়রি, বই, চাঁদার রশিদসহ মালামাল। এ ঘটনায় পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় চুনারুঘাট থানা পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর