শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আপিল করবে না ইসি; নির্বাচন স্থগিত হওয়ায় হতাশ আওয়ামী লীগ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি করপোরেশনের উপ-নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে না নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসি বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জানিয়েছেন ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার বিকেলে ইসির এক সভার পর কমিশন কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হেলালুদ্দিন জানান, আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগও হতাশ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার কুমিল্লায় মহাসড়ক পরিদর্শনকালে তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীর পরিচ্ছন্ন ইমেজের কারণে নির্বাচনে বিজয়ের শতভাগ সম্ভবনা ছিলো। তাই নির্বাচন স্থগিত হওয়ায় আমরা হতাশ।

স্থগিতের আদেশ নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, দলের হাইকমান্ডকে খুশি করতে তারা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ