শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দারুল উলুম দেওবন্দ-এর শিক্ষাকাঠামো ও সিলেবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দারুল উলুম দেওবন্দে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা পর্যন্ত চালু আছে৷ দীনিয়াত বিভাগ নামে শুরু হয় প্রাইমারী শিক্ষা ব্যবস্থা৷ যেখানে প্রাথমিক শিক্ষার্থীদেরকে উর্দু হিন্দী ইংরেজীর প্রথমিক শিক্ষার সাথে সাথে গনিত ও সামাজিক বিষয়ে এবং বিজ্ঞানের বুনিয়াদী বিষয়ে শিক্ষা প্রদান করা হয়৷ এই দীনিয়াত বিভাগ মোট পাঁচ বছরের কোর্স৷ পঞ্চম বছর ফারসি ভাষা শিক্ষা দেয়া হয়৷ যেহেতু উর্দু ভাষার পান্ডিত্য ও দক্ষতা অর্জনের জন্য ফারসি ভাষা জানা জরুরী৷

তবে দারুল উলুম দেওবন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স হলো ফাযেল কোর্স৷ যা আট বছরের সমাপনী কোর্স৷ এই কোর্স সমাপ্তকারীদের আলেম বলা হয়৷

এ ফাযেল কোর্সের প্রথম চার বছরকে ছানুভী বিভাগ বলা হয়৷ যেখানে আরবী নাহু ছরফ আরবী ইনশা মান্তেক (তর্কবিদ্যা) কোরআন তরজমা এবং ইসলামী ইতিহাস সহ দীনের মৌলিক বিষয়ে তা'লীম দেয়া হয়৷

আর শেষ চার বছরে তাফসীর, উসূলে তাফসীর, ফিকাহ, উসূলে ফিকাহ, এবং হাদীস ও উসূলে হাদীসের পাঠ দান করা হয়৷ এবং ইলুমল বালাগাত ও ফাসাহাতের তালীম ও দেয়া হয়৷শেষ বছর তথা দাওরার বছর সিহাহ সিত্তাহ সহ মোয়াত্তাইন ও তহাবী এবং শামায়েলে তিরমিজীকে রেওয়াতান ও দেরায়াতান পাঠদান করা হয়৷

দারুল উলুম দেওবন্দের এই ফাযেল কোর্সকে বর্তমান সময়ের অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেমন আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, হায়দারাবাদ, মাওলানা আযাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি, হামদর্দ ইউনিভার্সিটি নিউ দিল্লী এবং লৌখনো ইউনিভার্সিটিসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বি-এ (Bachelor Of Arts) এর সমমানের সনদ দেয়া হয়৷

এই ফাযেল কোর্সের পরে তাকমীলাত নামে বিভিন্ন বিষয় ভিত্তিক ডিগ্রী অর্জনের জন্য উচ্চতর গবেষনা কেন্দ্র হিসাবে বহু বিভাগ রয়েছে৷ যেখানে তাফসীর, হাদীস, ফিকাহ এবং ইসলামী জ্ঞান ও আরবী ভাসা ও সাহিত্য বিভাগ এবং ফেরাকে বাতেলা ও বিভিন্ন ধর্মীয় বিষয়ে পান্ডিত্য অর্জনের সুযোগ সুবিধা রয়েছে৷

এছাড়া, ইসলামী জ্ঞান ব্যাতিত আরো বিভিন্ন বিষয়ে শিক্ষা ব্যাবস্থা রয়েছে৷ যেমন ইংরেজী ভাষা ও সাহিত্য শিক্ষা কম্পিউটার এ্যপ্লিকেশন এবং সাংবাদিকতা ইত্যাদী যেখানে নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষার্থীরা ফায়েদা অর্জন করে থাকে৷ এবং দেশে বিদেশে দীনের খেদমত করে যাচ্ছে৷

তাছাড়া দারুল উলুম দেওবন্দে রয়েছে তাজবীদ এবং নাজেরা ও হিফজুল কোরআন বিভাগ৷ সাথে আছে কোরআন তাজবীদ হাফস্ রেওয়াতে উর্দু ও আরবী এবং কেরাতে ছাবয়া' ও আশারা৷

দ্বীনিয়াত তথা উর্দু ফারসি বিভাগ৷ (প্রাইমারী বিভাগ)
নার্সারী, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ (ফারসি),  পঞ্চম বর্ষ (ফারসি)।

ফাযেল কোর্স (আট বছর ব্যাপি)
  প্রথম বর্ষ
১৷ কোরআন তাজবীদ - পাঠ্যবই : উসলুত তাজবীদ, লেখক: ক্বারী জামশেদ আলী কাসেমী
২৷ সীরাত -  পাঠ্যবই : সীরাতে খাতামুল আম্বিয়া, লেখক: মুফতী মুহাম্মাদ শফী রহ.
৩৷ ছরফ - পাঠ্যবই : মিজান, লেখক মাওলানা সিরাজুদ্দীন ওসমান, মুনশাইব, লেখক: মাওলানা হামজা         বাদওয়ানী,  পাঞ্জে গাঞ্জ, লেখক: মাওলানা ছফী রওদুলী
৪৷ নাহু - পাঠ্যবই : নাহবে মীর (লেখক: মীর সায়্যিদ শরীফ জুরজানী রহ.), শরহে মিআতে আমেল, লেখক:         সায়্যিদ শরীফ জুরজানী
৫৷ আরবী অনুশীলন, আল কেরাতুল ওয়াজেহা [প্রথম খন্ড] লেখক: মাওলানা ওয়াহীদুজ্জামান কেরানবী
মিফতাহুল আরাবিয়া, লেখক: মাওলানা নুর অালম খলীল আমিনী
৬৷ সুন্দর হস্ত লিপি,   লেখার জন্য নির্বাচিত ইবারাত

দ্বিতীয় বর্ষ:
১৷ কোরআন তাজবীদ -  পাঠ্যবই: জামালুল কোরআন (আম পারা মশকসহ) লেখক: মাওলানা আশরাফ আলী      থানবী৷
২৷ ছরফ -  পাঠ্যবই : ইলমুছ ছিগাহ, লেখক: মুফতী এনায়েত আলী ও ফুসুলে আকবরী, লেখক : ক্বাজী আকবর   আলী ইলাহবাদী৷
৩৷ নাহু - পাঠ্যবই : হেদায়াতুন নাহু, লেখক: সিরাজুদ্দীন ওসমান রহ.
৪৷ আরবী অনুশীল - পাঠ্যবই : আল কেরাতুল ওয়াজিহা [২য় খন্ড] লেখক: অহিদুজ্জামান কেরানবী
নাফহাতুল আদব, লেখক: অহিদুজ্জামান কেরানবী রহ.
৫৷ ফিকাহ শাস্ত্র, পাঠ্য বই:  নূরুল ঈযাহ, লেখক: শায়খ হাসান ইবনে আলী শরম্বুলালী রহ.
মুখতাছারুল কুদুরী [ কিতাবুল হজ্জ পর্যন্ত], লেখক: শায়খ আবুল হাসান মুহাম্মাদ ইবনে জাফর আল কুদুরী রহ.
৬৷ মান্তেক (তর্ক বিদ্যা) পাঠ্য বই : আসান মান্তেক, লেখক: মাওলানা আব্দুল্লাহ গংগুহী রহ.
মেরকাত , লেখক: আল্লামা ফজলে ইমাম খায়রাবাদী রহ.৷

তৃতীয় বর্ষ:
১৷ কোরআন তরজুমা, কোরআন অনুবাদ [সূরায়ে ক্বাফ থেকে শেষ পর্যন্ত]
২৷ আরবী সাহিত্য ও হাদিস পাঠ্য বই: নাফহাতুল আরব[نبذة من ذكاوة العرب থেকে শেষ পর্যন্ত] লেখক: মাওলানা   এযায আলী আমরুহী রহঃ
* মেশকাতুল আছার [পূর্ণ] লেখক: মাওলানা মোহাম্মদ মিয়াঁ রহ.
৩৷ ফিকাহ শাস্ত্র পাঠ্যবই: মুখতাছারুল কুদুরী [ কিতাবুল বুয়ু' থেকে শেষ পর্যন্ত] লেখক: শায়খ আবুল হাসান     মুহাম্মাদ  জাফর কুদুরী রহ.
৪৷ নাহু শাস্ত্র , পাঠ্যবই: কাফিয়া লেখক: ইবনে হাজিব রহ.
৫৷ আরবী অনুশীলন, পাঠ্যবই: আল কেরাতুল ওয়াজিহা [ তৃতীয় খন্ড] লেখক মাওলানা অহিদুজ্জামান         কেরানবী  রহ. ও তালীমুল মুতায়াল্লীম
৬৷ মান্তেক, পাঠ্যবই: শরহে তাহযীব, লেখক: আব্দুল্লাহ আল ইয়াযদী
৭৷ ইতিহাস, পাঠ্যবই: তারিখে মিল্লাত, খেলাফতে রাশেদা,লেখক: কাজী যাইনুল আবেদীন মিরাঠী ও মুফতী এন্তেযামুল্লাহ শিহাবী আকবর আবাদী৷

চতুর্থ বর্ষ:
১৷ কোরআন তরজুমা পাঠ্যসূচী: সূরায় ইউসুফ থেকে সূরায়ে ক্বাহাফ পর্যন্ত৷
২৷ হাদিস, পাঠ্যবই: আলফিয়্যাতুল হাদিস লেখক: মাওলানা মুহাম্মদ মঞ্জুর নোমানী রহ.
৩৷ ফিকাহ, পাঠ্যবই: শরহে বেকায়া [১ম ও ২য় খন্ড কিতাবুল ইতাক পর্যন্ত ] লেখক: উবাইদুল্লাহ ইবনে মাসউদ
৪৷ উসুলে ফিকাহ,পাঠ্যবই: তাসহীলুল উসূল, লেখক: মাওলানা রিয়াসাত আলী বিজনুরী ও মাওলানা          নেয়ামতুল্লাহ আ'যমী রহ.
* উসূলুশ শাশী, লেখক: মাওলনা নেজামুদ্দীন আবু আলী আহমদ ইবনে মুহাম্মাদ আশশাশী
৫৷ বালাগাত, পাঠ্যবই: দূরুসুল বালাগাত, লেখক: হাফনী নাশিফ
৬৷ মান্তেক, পাঠ্যবই: কুতবী, লেখক: কুতুব্বুদ্দীন রাজী রহ.
৭৷ ইসলামী ইতিহাস, পাঠ্যবই: তারিখে মিল্লাত: খেলাফতে বনী উমাইয়া আব্বাসিয়া ও উসমানীয়া, লেখক: কাজী যাইনুল আবেদীন মিরাঠী, মুফতী এন্তেযামুল্লাহ শিহাবী আকবর আবাদী
৮৷ জাগতিক শিক্ষা, তারিখে জুগরাফিয়া ও ইলমে মুদনিয়্যত [ভুগলিক ইতিহাস ও শহরীয় জ্ঞান]

পঞ্চম বর্ষ:
১৷ কোরআন তরজুমা, পাঠ্যসূচী: সূরায়ে ফাতেহা থেকে সূরায় হুদ এর শেষ পর্যন্ত৷
২৷ আক্বায়েদ, পাঠ্যবই: আকিদাতুত তহাবী[সুল্লামু উলুমের পরে], লেখক: ইমাম তহাবী রহ.
৩৷ ফিকাহ, পাঠ্যবই: হেদায় [১ম খন্ড] লেখক: শায়খ আবুল হাসান মুরগিনানী
৪৷ উসূলে ফিকাহ, পাঠ্যবই: নূরুল আনওয়ার, লেখক: আল্লামা মোল্লা জিয়ুন রহঃ
৫৷ আরবী সাহিত্য, পাঠ্যবই: মাকামাতে হারিরী, লেখক: আল্লামা হারিরী রহ.
৫৷ বালাগাত, পাঠ্যবই: মুখতাছারুল মায়া'নী, লেখক: শায়খ সা'দুদ্দান তাফতাযানী রহ.
৬৷ মান্তেক, পাঠ্যবই: সুল্লামুল উলুম, লেখক: মোল্লা মুহিব্বুল্লাহ বিহারী রহ.
৭৷ তারীখে ইসলাম, পাঠ্যবই: ছালাতীনে হিন্দ লেখক: ক্বাজী যাইনুল আবেদীন মিরাঠী, মুফতী এন্তেযামুল্লাহ শিহাবী রহ.

ছষ্ঠ বর্ষ
১৷ তাফসীর ,পাঠ্যবই: তাফসীরে জালালাইন, লেখক: শায়খ জালালুদ্দীন মহল্লী ও সুয়ুতী রহ.
২৷ উসূলে তাফসীর, পাঠ্যবই: আল ফাউযুল কাবীর, লেখক: শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ.
৩৷ ফিকাহ , পাঠ্যবই: হিদায়া [২য় খন্ড], লেখক: শায়খ আবুল হাসান মুগিনানী রহ.
৪৷ উসূলে ফিকাহ, পাঠ্যবই: হুসামী [ আল ফাউযুল কাবীর এর পরে], লেখক: শায়খ হুসামুদ্দীন আখছিকাছি রহ.
৫৷ আরবী সহিত্য, পাঠ্যবই: দেওয়ানে মুতানাব্বী [নির্বাচিত কাছীদা গুচ্ছ] দেওয়ানে হামাছা [বাবুল আদব] লেখক: আবু তামাম
৬৷ ফালসাফা (দর্ষন শাস্ত্র), পাঠ্যবই:  মাবাদিয়ুল ফালসাফাহ, লেখক: মুফতী সাঈদ আহমদ পালনপুরী
মাইবুযী, লেখক: ক্বাজী ইমাম হোসাইন মাইবুযী রহ.
৮৷ সীরাত, পাঠ্যবই: আছাহহুস সিয়ার লেখক: মাওলানা আব্দুর রওফ দানাপূরী

সপ্তম বর্ষ
১৷ হাদিস, পাঠ্যবই: মেশকাত শরীফ, লেখক: শায়খ মুহাঃ ইবনে আব্দুল্লাহ খতিব তিবরিযী রহঃ
২৷ উসূলে হাদীস, পাঠ্যবই:  শরহে নুখবাতুল ফিকর, লেখক: আল্লামা ইবনে হাজর আসকালানী রহ.
মুকাদ্দিমায়ে শায়খ আঃ হক মুহাদ্দিসে দেহলোবী রহ.
৩৷ আকায়েদ পাঠ্যবই: শরহে আকাইদে নাসাফী, লেখক: আল্লামা সা'দুদ্দীন তাফতাযানী রহ.
৪৷ ফিকাহ, পাঠ্যবই: হিদায়া [৩য় ও ৪র্থ খন্ড]লেখক: আল্লামা আবুল হাসান মুরগিনানী রহ.
৫৷ ইলমুল ফারায়েয, পাঠ্যবই: সিরাজী , লেখক: আল্লামা সাজাওয়ান্দী রহ,

অষ্টম বর্ষ
১৷ হাদীস শাস্ত্র : সহিহুল বুখারী , সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরিমজি, সুনানে নাসায়ী , সুনানে ইবনে মাজা, শামায়েলে
তিরমিজি, শরহে মায়ানিল আছার,  মোয়াত্তা ইমাম মালেক, মোয়াত্তা ইমাম মুহাম্মাদ
২৷ তাজবীদ ও তিলাওয়াতের মশক

শিক্ষা বিষয়ক অন্যান্য বিভাগ সমূহ :  তাখাছ্ছুছাত
১৷ মুয়াল্লিম প্রশিক্ষন ( দুই বছর)
২৷ তাকমিলে তাফসীর ( এক বছর )
৩৷ তাখাছ্ছুছ ফিল হাদীস (দুই বছর )
৪৷ তাকমিলে ইফতা  (এক বছর )
৫৷ তাদরীব আলাল ইফতা (দুই বছর )
৬৷ তাকমীলে উলূম ( এক বছর )
৭৷ তাকমীলে আদব আরবী  (এক বছর)
৮৷ তাখাছ্ছুছ ফিল আদাবিল আরবী
৯৷ ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ্যান্ড লেটারিচার ( দুই বছর )
১০৷ ডিপ্লোমা ইন কম্পিউটার এ্যাপ্লিকেশন (এক বছর )
১১৷ ডিপ্লোমা ইন জার্নালিজম ( সাংবাদিকতা) এক বছর
১২৷ তাহাফ্ফুযে খতমে নবুওয়াত (এক বছর)
১৩৷ খ্রিষ্ট ধর্ম গবেষনা বিভাগ (এক বছর )
১৪৷ তাহাফ্ফুযে সুন্নাহ বিভাগ (এক বছর )
১৫৷ মোহাযারাতে ইলমিয়া (বিভিন্ন ধর্মীয় গবেষনা, ও ফেরাকে বাতিলা সম্পর্কে জ্ঞানার্জন) মেয়াদকাল: এক বছর ৷
১৬৷ সুন্দর হস্ত লিপি (এক বছর)
১৭৷ টেক্সটাইল বিভাগ( এক বছর )

★ তাজবীদ ও হিফজুল কোরআন বিভাগ
১৷ নাজেরা বিভাগ
২৷ হিফজুল কোরআন বিভাগ  ( দুই থেকে পাঁচ বছর)
৩৷ রেওয়াতে হাফছ্ উর্দু (দুই বছর )
৪৷ রেওয়াতে হাফছ্ আরবী  (এক বছর )
৫৷ কেরাতে সাব'য়া (এক বছর )
৬৷ কেরাতে আশারা (এক বছর )

তথ্যসূত্র:  দারুল উলুম দেওবন্দ কি জামে ও মুখতাছার তারিখ
অনুবাদ: তামজীদুল মাওলা কাসেমি,  শিক্ষার্থী, দারুল উলুম দেওবন্দ (ভারত)
সম্পাদনা : রকিব মুহাম্মাদ
-


সম্পর্কিত খবর