বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


শিশুর জন্য তার বোনের দুধ পান করা কি নিষেধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন : শিশুর জন্মের সময় তার মা ইন্তেকাল করেছে। এখন তাকে দুধ পান করানোর মতো কেউ নেই। শুধু বড় বোন তাকে দুধ পান করাতে পারে কিন্তু এটা কি জায়েয ? এখন তার জন্য কী করা যায়?
উত্তরঃ শিশু তার বোনের দুধ পান করতে পারে না এটা সঠিক না। দুধ পানের মেয়াদের ভিতরে শিশুকে যে কোনো মহিলার দুধ পান করানো যায়, তিনি শিশুর মাহরাম হোন অথবা গায়র মাহরাম।
তবে এটা ভিন্ন প্রসঙ্গ যে, শিশুর দুধ-মা হিসেবে দ্বীনদার মহিলা নির্বাচন করা আবশ্যক, ফাসিক-ফাজির নারীর দুধ পান না করানো উচিত। কেননা, শিশুর স্বভাব-চরিত্র তৈরির পিছনে দুধেরও ভূমিকা থাকে।

উৎস : মাসিক আল-কাউসার/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ