মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম,ডেস্ক: ৫ জানুয়ারিতে উন্মুক্ত স্‌থানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আবেদন করে প্রত্যাখাত হয় বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি)।

ডিএমপি জানিয়েছে, বিএনপি চাইলে শুক্রবার চার দেয়ালের মধ্যে যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে।

এ ব্যাপারে বিএনপি নেতা এ্যানী জানান, আমরা আজ দুপুর ১টায় ডিএমপিতে গিয়েছিলাম। কিন্তু আমাদের বিকাল ৩টায় সময় দেওয়া হয়। তখন সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। কিন্তু ডিএমপি থেকে আমাদের ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি দেয়নি।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।

তবে ডিএমপি জানিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলে আমরা জানুয়ারির শেষ সপ্তাহে করতে পারবো বললেন এ্যানি। তিনি আরো বলেছেন, এখন আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ডিএমপিকে জানানোর কথা বলে এসেছি।'

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ