শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিশ্ব নতুন ফিলিস্তিন তৈরি করছে: ড. শিরীন শারমিন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করতে হবে। নতুবা পৃথিবী আরেকটি প্যালেস্টাইন তৈরি করবে।

গতকাল মঙ্গলবার আরব প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিনিধি বলে দাতব্য সংস্থা ও আলজেরিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন।

বৈঠকে ফিলিস্তিনি নাগরিক ও ইন্টারন্যাশনাল রিলিফি অর্গানাইজেশন (আইআরও) এর চেয়ারম্যান মাহমুদ কামাল আলি বাদভি, আলজেরিয়ান সাংসদ ইউসুফ আদজিসা প্যালেস্টাইন নিয়ে তাদের শঙ্কার কথা তুলে ধরেন এবং শিরীন শারমিন চৌধুরী তা মনোযোগ দিয়ে শোনেন।

আইআরও প্রথম আরব সংস্থা যারা কক্মবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে কাজ করতে আসে।

বাদভি বলেন, রোহিঙ্গাদের অবস্থা আমাদের ফিলিস্তিনের কথাই মনে করিয়ে দেয়। এদের সঙ্গে ফিলিস্তিনের অনেক মিল রয়েছে।

আলজেরিয়ান এমপি বলেন, আমি ভয় পাচ্ছি রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান না হলে তা ফিলিস্তিনি সংকটের মতো ভয়াবহ রূপ নিবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর