শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেটো ইসরায়েলে হামলা: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা

উভয় জাহানে মুক্তি ও উন্নতির পূর্ব শর্ত ওহীর জ্ঞান: মিজানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারেক জামিল
সোহরাওয়ার্দী উদ্যান থেকে

মানবজাতির জন্য উভয় জাহানে মুক্তি ও উন্নতির পূর্ব শর্ত ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান না থাকলে কোনোভাবেই দুনিয়া ও আখিরাতে প্রকৃত মুক্তি ও উন্নতি সম্ভব নয়।

জাগতিক জ্ঞানের পাশাপাশি প্রত্যেকটা মানুষের জন্য ওহীর জ্ঞান অর্জন করা জরুরী। ওহী জ্ঞান না থাকলে মানুষ আর মানুষ থাকে না, মানুষের চেহারায় পশুতে পরিণত হয়।

 

দাওয়াতুন্নবী সা. উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দুদিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে আজ (মঙ্গলবার) বিশেষ অতিথির বক্তব্যে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ এসব কথা বলেন।

তিনি বলেন ‘ইলমে ওহীর শিক্ষা না পাওয়ায় শাহরিয়ার কবির আর কবির চৌধুরীরা মুরগি চোরে পরিণত হয়েছে। তাই প্রতিটি শিশুকে শৈশবেই বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।

মুফতি মিজান বলেন, জেরুজালেম ইস্যুতে জাতিসংঘ ও ওআইসি কর্তৃক আমেরিকার বিরুদ্ধে শুধু নিন্দা প্রস্তাব যথেষ্ট নয়। প্রয়োজন মুসলিম জাতিসংঘ গঠন করে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

জারজ রাষ্ট্র ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে।

জানা গেছে, মাহফিলের প্রথম দিনে আজ প্রধান অতিথির আলোচনা রাখবেন মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই ।

সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে শুরু দাওয়াতুন্নবী সা. মাহফিল

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ