শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইউসিসি সহ ৬ কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: ইউসিসি সহ দেশের শীর্ষ সারির ৬ কোচিং সেন্টারেরট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমান আদালত।

জানা যায়, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ফার্মগেট এলাকার ৬টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে।

লাইসেন্স বাতিল হওয়া কোচিং সেন্টারগুলো হচ্ছে-ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেগা কোচিং সেন্টার ও প্যারাগন কোচিং সেন্টার।

ডিএনসিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে ইতোপূর্বে  সতর্ক করা হয়েছিল।

তাছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ

রপরও সংশোধন না হওয়ায় দি সিটি কর্পোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬ অনুযায়ী এই কোচিং সেন্টারগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ