শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ফিলিস্তিনি কিশোরী আহাদ তামিমির নিঃশর্ত মুক্তি দাবি ব্রিটিশ এমপিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিনিধি

জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার পর ফিলিস্তিনে চলমান প্রতিবাদের মধ্যে গ্রেফতার হওয়া ফিলিস্তিনি কিশোরী আহাদ তামিমির নিঃশর্ত মুক্তি চেয়েছেন ব্রিটিশ এমপিরা।

ফিলিস্তিনের নাবি সালেহ থেকে ইসরাইলি বাহিনী ১৭ বছর বয়সী আহাদ তামিমিকে গ্রেফতার করে।

রাত্রকালীন এক অভিযানে আহাদ তামিমিসহ তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে ইসরাইলের নিরাপত্তাকর্মীরা। ইসরাইল তার পরিবারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ও সংঘাতে নেতৃত্ব দেয়ার অভিযোগ এনেছে।

ব্রিটিশ পার্লামেন্টের এক ডজন এমপি ইতোমধ্যে আহাদ তামিমির পক্ষে একটি বিলে সাইন করেছে। তাদের মধ্যে রয়েছে প্রস্তাবক ফিলিপ হোয়াইটফোর্ড (এসএনপি) ও সহ-প্রস্তাবক কেলভিন হোপ কিনস (লেবার পার্টি)। এছাড়া গ্রাহমি মরিস (লেবার পার্টি), টমি শিপার্ড (এসএনপি) ও হান্নাহ বারডিল (এসএনপি) এর নাম জানা গেছে।

ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী সদস্য কনজার্ভেটিভ পার্টির ক্রিসপিন ব্লান্টও সহ-প্রস্তাবক হিসেবে উক্ত বিলে স্বাক্ষর করেছেন।

বিলে ব্রিটিশ এমপিরা গভীর উদ্বেগ জানিয়েছেন এবং আহাদ তামিমির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। তারা বলেন, তামিমি একজন শিশু এবং শিশুদের আটকে রাখা উচিৎ নয়।

তারা আরও বলেছেন, জনগণের অধিকার রয়েছে তাদের ন্যায্য অধিকারের পক্ষে আন্দোলন করার।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর