শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


বিজয় উৎসবে যাওয়ার পথে ৮ মুক্তিযোদ্ধা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার  ইসলাম: ১৬ ডিসেম্বর শনিবার সকালে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেইলি ব্রিজে থ্রি-হুইলারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  কুড়িগ্রামে বিজয় দিবস উৎসবে যাওয়ার পথে ৮ মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। এসময় তাদের বহনকারী অটোরিকশার চালকও আহত হয়েছেন।

আহত মুক্তিযোদ্ধারা হলেন দুর্গাপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মশিউর রহমান (৬২), মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সরকার (৭০) আব্দুল জব্বার (৬৮), আলহাজ্ব রোস্তম আলী (৭০), সাইফুর রহমান বকসী (৬৪), ওসমান গণি (৬৫), আবু ইউসুফ সরকার (৭০), আব্দুস সাত্তার (৬৭), আব্দুর রহিম (৫৫)।

তাদের মধ্যে গুরুতর আহত মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সরকারকে প্রথমে কুড়িগ্রাম হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু জানান, উলিপুর উপজেলা প্রশাসনের আমন্ত্রণে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই, মাস্টারপাড়া, পাঁচপীর, যমুনা এলাকার মুক্তিযোদ্ধারা পাঁচপীর বাজার থেকে অটোরিকশা নিয়ে অনুষ্ঠানের দিকে রওনা হন।

ওই এলাকার বেইলি ব্রিজের কাছে এক থ্রি-হুইলারের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৮ মুক্তিযোদ্ধাসহ ৯জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, সদর উপজেলার ইউএনও আমিন আল পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমাণ্ডার সিরাজুল ইসলাম টুকুসহ সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন লোকজন হাসপাতালে যান।

ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর সরদার শিপন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৯জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরমধ্যে ৩জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়াও একজনকে রংপুরে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে অটোরিকশা চালকসহ ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এই চিকিৎসক।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ