শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


জনগণের উন্নয়নের জন্যই আল্লাহ প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখেছেন : শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘দেশের উন্নয়নের বর্তমান চিত্র দেখলে মনে হয়, বারবার হত্যাচেষ্টা সত্ত্বেও মহান আল্লাহ তায়ালা বাংলার জনগণের ভাগ্যের উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।’

সোমবার রাজধানীর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) মিলনায়তনে ’মহান বিজয় দিবস-২০১৭’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকার গৃহীত উন্নয়ন কর্মসূচি সফলভাবে সমাপ্ত করতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সোমবার রাজধানীর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) মিলনায়তনে ’মহান বিজয় দিবস-২০১৭’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শিল্পমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর একটি নির্দেশনায় নিরস্ত্র বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর অসীম সাহস ও নেতৃত্বের দৃঢ়তার ফলে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিকে এগিয়ে নিচ্ছিলেন, তখনই দেশকে নব্য পাকিস্তান বানানোর অসৎ উদ্দেশ্যে তাকে সপরিবারে হত্যা করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চাকাকে পেছনের দিকে ঘুরিয়ে দেয়ার অপচেষ্টা হয়েছিল।’

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ