বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


‘এমন কোন দুরবস্থায় পড়িনি যে আগাম নির্বাচন দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন কোন দুরবস্থায় পড়িনি যে আগাম নির্বাচন দিতে হবে। তবে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন যে কোন সময় হতে পারে।

বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাম্প্রতিক কম্বোডিয়া সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন।

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী সফরের বিস্তারিত তুলে ধরেন। পরে আগামী নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, দেশে এখন উন্নয়ন হচ্ছে।

আমাদের এই নয় বছরে দেশে যে উন্নয়ন হয়েছে চ্যালেঞ্জ করে বলতে পারি অতীতে কেউ এমন উন্নয়ন করেছে তা বলতে পারবে না। বিশ্ব ব্যাংকে চ্যালেঞ্জ দেয়ার মতো সৎ সাহস অন্তত আমাদের আছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন বলে যে বক্তব্য দিয়েছেন এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি আমাকে ক্ষমা করবেন কেন? আমি কি ভুল করেছি। বরং অতীত কর্মকান্ডের জন্য তাকেই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ