শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


৩০ টাকা দরে ওএমএসের চাল বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্য সরবরাহের লক্ষ্যে রবিবার থেকে সরকারিভাবে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ৩০ টাকা কেজি দরে মোটা চাল বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা ৫ কেজি করে চাল নিতে পারবেন। সরকার মনে করছে, ওএমএসের চাল বিক্রি শুরু হওয়ায় খোলা বাজারে চালের দাম কমে আসবে।

খাদ্য অধিদফতরের রেশনিং ডিপার্টমেন্টের চিফ কন্ট্রোলার তপন কুমার দাশ বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে অপেক্ষাকৃত কম দামে চাল সরবরাহের জন্য আজ সকাল থেকে সারাদেশে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। আশা করছি এতে খোলা বাজারে চালের দাম কমে আসবে।’

তিনি জানান, মোট ৮০৬টি ওএমএস সেন্টারে পুরোদমে চাল বিক্রি করা হবে। এর মধ্যে বন্যাকবলিত ১৭৯টি এলাকার মানুষ কম দামে এই চাল পাবেন। রাজধানীর ১০৯টি ওএমএস সেন্টারে চাল পাওয়া যাবে। বাসস।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ